Spread the love

বাংলা ভাগে দিলীপে ‘সায়’ নেই লকেট – রাহুলদের

সোমনাথ ভট্টাচার্য,
একুশে বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখল হয়নি তো কি হয়েছে?  ভাগ নিয়ে দড়ি টানাটানি তো করা যায়! হ্যাঁ উত্তরবঙ্গে আলিপুরদুয়ারের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা একসময় বাংলা ভেঙে আলাদা রাজ্যের দাবি তুলেছিলেন। যা নিয়ে বিজেপির আভ্যন্তরীণ নেতৃত্বে মতবিরোধ  রয়েছে। এবার সেই জন বার্লা কে পাশে নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন – ‘ দেশ স্বাধীন হওয়ার পর থেকে উত্তরবঙ্গে উন্নয়ন হয়নি।এখনও শিক্ষা,চাকরি, স্বাস্থ্য এর জন্য উত্তরবঙ্গের মানুষ কে অনেকদূর যেতে হয়।জঙ্গলমহলের মানুষদের কে শালপাতা কেন্দুপাতা বিক্রি করে জীবিকা নির্বাহ করতে হয়।কোথাও কোন সামগ্রিক উন্নয়ন হয়নি।’ তবে চুঁচড়ায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজেপির লকেট চট্টপাধ্যায় জানিয়েছেন – ‘ আমরা বাংলা ভাগ হতে দেব না’। অপরদিকে আদি বিজেপি নেতা রাহুল সিনহা জানিয়েছেন – ‘ বাংলা ভাগ নিয়ে দলগত আলোচনা হয়নি’।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *