Spread the love

সাধন মন্ডল,

আজ বুধবার বাঁকুড়া সতীঘাট গন্ধেশ্বরী নদীর চরে তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে হবে দলীয় নেতৃত্ব কে তাদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে হবে সরকারি পরিষেবা তারা পাচ্ছেন কিনা যদি না পেয়ে থাকেন তার ব্যবস্থা করে দিতে হবে এটাই দলীয় কর্মীদের কাজ। বাঁকুড়া আমাকে নির্বাচনে অনেকটা ঘাটতি রেখেছে হয়তো আমাদের কিছু ভুল ছিল তাই আমরা মাত্র চারটি বিধানসভাতে বিজয়ী হয়েছি অন্যদিকে দুটি লোকসভা কেন্দ্রের একটিতেও আমরা জয়লাভ করতে পারিনি আমাদের ভাবতে হবে আমাদের দলীয় কর্মীরা যেন বসে না থাকেন তারা যেন সমস্ত মানুষের কাছে পৌঁছে যান এবং আগামী 24 শে নির্বাচনে বিজেপিকে ধুয়েমুছে সাফ করে দিতে হবে ।এই বার্তা তিনি দিলেন আজকের সভা মঞ্চ থেকে ।উল্লেখ্য এর আগে গতকাল রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠকে বেশ কয়েকজন দলীয় নেতৃত্ব কে তুলোধোনা করলেন তাদের কাজের জন্য ।আর জঙ্গলমহলে পানীয় জল সরবরাহের কাজে দেরি হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে পানীয় জল সরবরাহ করা জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন। বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু সতর্ক করেন বিভিন্ন বিষয় নিয়ে আজকের দলীয় কর্মী সভায় উপচে পড়া ভিড় ছিল বহু মানুষ মুখ্যমন্ত্রী সভাস্থলে পৌঁছতে পারেননি। এক্তেশ্বর ব্রিজ থেকে সভাস্থল পর্যন্ত লোকে লোকারণ্য জঙ্গলমহল থেকে বেশি মানুষ গিয়েছিল বলে দাবি জঙ্গলমহলের দলীয় নেতৃত্বের। এখানে উল্লেখ্য মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করে বলেন পুরানো দলীয় কর্মীদের দলে ফিরিয়ে আনতে হবে এবং সেই জন্য তিনি বেশ কিছু পুরনো কর্মীকে সামনের সারিতে নিয়ে এসেছেন এদের মধ্যে উল্লেখযোগ্য বিক্রমজীত চট্টোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *