বিষ্ণুপুর
রামানন্দ মহাবিদ্যালয়ে আইনি সচেতনতা শিবির।।
ছুটির আবহের মাঝেও একটি সফল শিবির আয়োজিত হোল, কলেজের প্রাক্তনী সমিতি ও আই কিউ এ সি-এর উদ‍্যোগে। উপস্থিত ছিলেন ও শিবির সমৃদ্ধ করেন মাননীয় জেলা ও দায়রা বিচারক বাকুড়া শান্তনু ঝা, অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক বিষ্ণুপুর,আতাউর রহমান, সিভিল জজ শ্রীমতী জ‍্যোৎ্সনা রায়, মহকুমা আরক্ষাধ‍্যক্ষ কুতুবউদ্দিন খান
প্রমুখ। প্রবীণ ও নবীনদের
মিলিত উদ্দীপনা ছিল চোখে পড়ার মত। সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ হরি প্রসন্ন মিশ্র।

Leave a Reply