Spread the love

মেট্রো ডেয়ারি মামলায় কি সিবিআই!  জানা যাবে আজই?

মুকুল বিশ্বাস
যে মামলায় রাজ্যের হয়ে সওয়াল করতে সে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তথা সর্বভারতীয় কংগ্রেস নেতা পি চিদম্বরাম কলকাতা হাইকোর্টের সামনে বিক্ষোভের মুখে পড়েছিলেন।আজ অর্থাৎ সোমবার সেই মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে। জানা যাচ্ছে, আজ হয়তো  মেট্রো ডেয়ারি মামলায় রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্ট। প্রায় চার বছর ধরে মামলাটি চলছে হাইকোর্টে । মামলাকারী প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীররঞ্জন চৌধুরী এই মামলায় সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিলেন।জানা গেছে, মেট্রো ডেয়ারিতে রাজ্য, জাতীয় দুগ্ধ উন্নয়ন সংস্থা  এবং কেভেন্টার্সের শেয়ার ছিল যথাক্রমে ৪৭ শতাংশ, ১০ শতাংশ ও ৪৩ শতাংশ। অভিযোগ, প্রথমে জাতীয় দুগ্ধ সংস্থার ১০ শতাংশ শেয়ার বিক্রি হয়ে যায়। পরে নিজেদের হাতে থাকা ৪৭ শতাংশ শেয়ার ৮৪.৫ কোটি টাকায় কেভেন্টার্সকে বিক্রি করে রাজ্য। আর কেভেন্টার্স তার থেকে ১৫ শতাংশ শেয়ার সিঙ্গাপুরের একটি সংস্থাকে ১৭০ কোটি টাকায় বিক্রি করে। অর্থাত্‍, রাজ্য যে দামে মোট শেয়ার বিক্রি করেছিল, তার প্রায় দ্বিগুণ দামে ১৫ শতাংশ শেয়ার বিক্রি করে কেভেন্টার্স। মামলাকারীর দাবি , –  এর পিছনে বড় ধরনের আর্থিক দুর্নীতি হয়েছে, ৫০০ কোটি টাকা নয়ছয় হয়েছে ‘।  এই অভিযোগ তুলে গত ২০১৮ সালে কলকাতা হাইকোর্টে মামলা দাখিল করেন অধীর রঞ্জন চৌধুরী। আজ অর্থাৎ সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার রায় ঘোষণা হতে পারে। সিবিআই না ইডি? নাকি সিআইডি!  কোন তদন্তভারের নির্দেশ হয় তার দিকে তাকিয়ে সর্বভারতীয় রাজনৈতিক মহল।কেননা এই মামলায় তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের আইনজীবী প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তথা সর্বভারতীয় কংগ্রেসের নেতা পি চিদম্বরাম…. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *