Spread the love

নয়ডায় বেআইনী টাওয়ার,কড়া ব্যবস্থা যোগীর

মোল্লা জসিমউদ্দিন,
নয়ডায় বেআইনী টাওয়ার, অভিযুক্ত অফিসারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ যোগীর।নয়ডায় বিল্ডিং রুল ভেঙে এমারেন্ড কোর্ট’ নামে ৪০ তলার দুটি ফ্লাট গড়েছিল রিয়েল এস্টেট সংস্থা ‘সুপারটেক’।অভিযোগ, নয়ডার অথরিটির উচ্চপদস্থ অফিসারদের সাথে আঁতাত করে ওই বেআইনী কাজ করা  হয়েছিল। গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি এম আর শাহের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় – ‘ আগামী তিনমাসের মধ্যে এই দুটি টাওয়ার ভেঙে দিতে হবে ‘। বুধবার উত্তরপ্রদেশের যোগী সরকার জানায় – নয়ডার অভিযুক্ত অফিসারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। নয়ডার সেক্টর ৯৩ এ এলাকায় এই টুইন টাওয়ার তৈরি করা হয়েছিল।সুপ্রিম কোর্ট গত মঙ্গলবার নির্দেশ দেয় – আগামী তিনমাসের মধ্যে এই দুটি টাওয়ার ভেঙে দিতে হবে। ভাঙবার পুরো খরচ দেবে সুপারটেক নামে ওই সংস্থা। ভাঙ্গবার সময় তদারকি করবেন অথরিটির অফিসাররা।প্রযুক্তিগত সাহায্য করবে এক সরকারি বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট।ফ্লাট গ্রাহকদের টাকা ফেরত দিতে হবে ১২% সূদ সহ।রেসিডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন নামে এক সংগঠন এই দুটি টাওয়ার ভেঙে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের দারস্থ হয়।এই সংগঠন কে ২ কোটি টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।গত ২০১৪ সালে এলাহাবাদ হাইকোর্ট এই নির্মাণ বে আইনী বলে জানিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *