তালিবানদের সোশ্যাল মিডিয়ায় সমর্থন, অসমে গ্রেপ্তার ১৪

পারিজাত মোল্লা
গত ১৫ আগস্ট তালিবানদের কাবুল দখলের আনন্দ সোশ্যাল মিডিয়ায় সমর্থন করাতে ধৃত ১৪ জন।এরা আসামের বিভিন্ন জেলার বাসিন্দা। আসাম পুলিশের তরফে জানানো হয়েছে যে, ধৃতদের বিরুদ্ধে ইউএপিএ, তথ্য প্রযুক্তি আইন সহ বিভিন্ন ফৌজদারি ধারায় মামলা দাখিল করা হয়েছে। ধৃতদের বাড়ি আসামের কামরুপ মেট্রোপলিটন, বরপেটা, ধুবড়ি, করিমগঞ্জ, দরঙ, কাছাড়, হাইলাকান্দি, দঃ সালমারা, গোয়ালপাড়া এলাকায়।যেভাবে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় তালিবানদের মত উগ্র জঙ্গিগোষ্ঠীর কাবুল দখল কে আনন্দের বিজয়োল্লাস হিসাবে পোস্ট করা হয়েছে তা অসম পুলিশ ভালো চোখে দেখেনি।তারা এখনও নজরদারি চালাচ্ছে সোশ্যাল মিডিয়ার দিকে।

Leave a Reply