রাজকুমার দাস,

বুধবার দুপুরে কলকাতা প্রেসক্লাবে এক পশু প্রেমী সংস্থার সাংবাদিক সম্মেলন চলে।মূলত ঘোড়াদের বিভিন্ন দুর্দশা নিয়ে সরব হতে দেখা যায় তাদের কে।

বিনোদনের জন্য যে ঘোড়াগুলিকে দিয়ে গাড়ি টানার ব্যবস্থা করা হয়, সেই সব ঘোড়ার স্বাস্থ্য কেমন? তারই খোঁজ নিয়েছে পশু সুরক্ষা সংগঠন পেটা। এই সংগঠন খোঁজ নিয়ে জেনেছে,- বেশির ভাগ ঘোড়াই ধুঁকছে। তাই অবিলম্বে এই গাড়ি বন্ধ করার আর্জি জানায় তারা।

কলকাতার ময়দানে অন্তত ৮০ শতাংশ ঘোড়ার স্বাস্থ্য অত্যন্ত খারাপ, সমীক্ষা চালিয়ে এই রিপোর্ট প্রকাশ করেছে পেটা। এদিন এক সাংবাদিক বৈঠক করে এই তথ্য প্রকাশ করেছে ওই সংগঠন।

Leave a Reply