Spread the love

 কম্বল বিতরণ কান্ডে পুলিশের অতি সক্রিয়তা? হাইকোর্টের  দারস্থ জিতেন্দ্র পত্নী চৈতালি 

অনিন্দ্য চট্টরাজ

মঙ্গলবার একাধারে যখন আসানসোলে জিতেন্দ্র তেওয়ারির বাড়িতে জিজ্ঞাসাবাদ করতে স্থানীয় থানার পুলিশ। ঠিক অপরদিকে আইনী রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন জিতেন্দ্র তেওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারি। আবেদনকারীর দাবি, -‘ তদন্তের নামে হয়রান করা হতে পারে তাঁকে’। রাজনৈতিক প্রতিহিংসা থেকে পুলিশকে দিয়ে এই কাজ করাতে পারে শাসকদল তৃণমূল এই আশঙ্কা জানিয়েই এবার হাইকোর্টের দরবারে   আসানসোল পুরসভার প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী।

গত সপ্তাহে বুধবার সন্ধেবেলায় আসানসোলে একটি কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যুর ঘটনায় আসানসোল পুরসভার প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি এবং তার স্ত্রী চৈতালি বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এরইমধ্যে তাঁকে জেরা করতে বাড়িতে হাজির হয়েছে পুলিশ। এদিন  রক্ষাকবচ দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আসানসোল পুরনিগমের বিরোধী দলনেত্রী চৈতালি তিওয়ারি। মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে দায়ের হয়েছে মামলাটি। আজ অর্থাৎ বুধবার মামলাটির শুনানি হতে পারে।রাজ্য পুলিশের পদক্ষেপকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করলেন চৈতালি তিওয়ারি।আইনী  রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে মামলা করার পাশাপাশি মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন তিনি। আজ অর্থাৎ  বুধবার মামলার শুনানি রয়েছে  বিচারপতি জয় সেনগুপ্তর সিঙ্গেল বেঞ্চে ।উল্লেখ্য, গত সপ্তাহে বুধবার সন্ধেবেলায়  আসানসোলে চৈতালিদেবীর ওয়ার্ডে শিবচর্চা অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। অনুষ্ঠান শেষে ৫০০০ কম্বল বিতরণের কথা ছিল। অনুষ্ঠানে অল্প সময়ের জন্য হাজির ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি মঞ্চ ছাড়তেই কম্বল নিতে হুড়োহুড়ি পড়ে যায়। তাতেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক নাবালিকা-সহ তিন জনের। সেই ঘটনায় চৈতালিদেবীকে অভিযুক্ত করেছে পুলিশ। যদিও এই ঘটনায় স্থানীয় ৬ জন বিজেপি কর্মী কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতেরা পুলিশি হেফাজতে রয়েছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *