Spread the love

কোগ্রামে কুমুদ সাহিত্য মেলায় বসলো চাঁদের হাট,

আবুল কায়েম , মঙ্গলকোট, 
পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের কোগ্রামে পল্লিকবি কুমুদ রঞ্জন মল্লিকের জন্মদিন উপলক্ষে বসে কুমুদ সাহিত্য মেলা।প্রতি বছর ৩ রা মার্চ এই সাহিত্য মেলা টি বসে থাকে।এবার ‘কুমুদ সাহিত্য রত্ন’ হিসাবে সম্মানিত হন পদ্মশ্রী চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়,  ‘বিধান রায় রত্ন’ হিসাবে সম্মানিত হন বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের কার্যনির্বাহী চেয়ারম্যান শ্যামল ঘটক, ‘লোচনদাস রত্ন’ হিসাবে সম্মানিত হন লোকসংস্কৃতি গবেষক ও লেখক সুখেন্দু হীরা, ‘নজরুল ইসলাম রত্ন’ পান রবীন্দ্র ভারতী সোসাইটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায়।এছাড়া ‘ নুরুল হোদা রত্ন ‘  ( প্রয়াত আইনজীবী মাধব কুমার বন্দ্যোপাধ্যায়) ,’সমীরণ চৌধুরী রত্ন’ ( সাংবাদিক সংগঠক দেবাশিস দাস), সমীর রায় রত্ন ( আইনজীবী সঞ্জয় ঘোষ), ‘বীরভূম রত্ন’ ( ফ্লোরেন্স নাইটিঙ্গেল প্রাপ্ত তৃপ্তি বন্দ্যোপাধ্যায়),  ‘রেজাউল করিম রত্ন’ ( চিকিৎসক নাসিমা খোন্দেকার),  ‘ভোলানাথ ভাদুড়ী রত্ন’ ( পুলিশ অফিসার অমিতাভ সেন) , প্রমুখ সম্মানিত হন। পল্লিকবি কুমুদ রঞ্জন মল্লিকের বসতভিটে মধুকর প্রাঙ্গণে ১৪০ তম জন্মবার্ষিকীতে এই কুমুদ সাহিত্য মেলার যুগ্ম উদ্বোধক হিসাবে ছিলেন  কলকাতা হাইকোর্টের আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়, শীর্ষেন্দু সিংহ রায়, এবং বিধান শিশু উদ্যান এর সম্পাদক গৌতম তালুকদার মহাশয়। প্রধান অতিথি হিসাবে ছিলেন কলকাতা হাইকোর্টের এজিপি আনসার মন্ডল। বিশিষ্ট অতিথিদের মধ্যে এনটিপিসির প্রাক্তন জোনাল ম্যানেজার অভিজিৎ সেন, মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জি, আইনজীবী মাসুদ করীম, প্রাক্তন ডেপুটি ম্যাজিস্ট্রেট মহম্মদ ইব্রাহিম, প্রাক্তন ডিএসপি দিলীপ রঞ্জন ভাদুড়ী, প্রমুখ ছিলেন। রাজ্যের বিভিন্ন জেলা থেকে তিন শতাধিক কবি,সাহিত্যিক,সাংবাদিক, আইনজীবীরা এসেছিলেন এই কুমুদ সাহিত্য মেলায় বলে জানিয়েছেন মেলা কমিটির সম্পাদক মোল্লা জসিমউদ্দিন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *