Spread the love

উরস উপলক্ষে সম্প্রীতির মেলা সহ নানান অনুষ্ঠান,লোকপুরে

সেখ রিয়াজ উদ্দিন বীরভূম:- বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর থানার অধীনস্থ শাল নদীর তীরে অবস্থিত ছোট্ট গ্রাম খন্নি, যা একদা এলাকা জঙ্গলে পরিপূর্ণ ছিল, সেখানে বিরাজমান হযরত সৈয়দ শাহতাজ ওলী (রহঃ)।শোনা যায়, সুদূর পারস্য থেকে সাধনার উদ্দেশ্যে এখানে আশ্রয় নেন সুফি সাধক হযরত সৈয়দ শাহতাজ ওলী ( রহঃ)।প্রথম দিকে উনার ঠিক পরিচয় না পেলেও পরবর্তীকালে বেশ কিছু অলৌকিক ঘটনার কথা জনসমক্ষে প্রকাশ পায়। উনার মাজার শরীফ ফিরে প্রতিবছর বাংলা ৯ ই মাঘ উরস উৎসব পালিত হয়, সেই সাথে বসে পাঁচ দিনের গ্রামীণ মেলা। এলাকায় সম্প্রীতির মেলা হিসেবেই সর্বাধিক পরিচিত। স্থানীয় লোকপুর থানা এলাকা সহ পার্শ্ববর্তী ঝাড়খন্ড এবং অন্যান্য জেলা থেকেও বহুভক্ত সমাগম ঘটে উরস উপলক্ষে।৯ ই মাঘ মঙ্গলবার রাতে কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল ও দোয়া খয়ের অনুষ্ঠিত হয় বিভিন্ন জায়গা থেকে আলেম উলেমাদের উপস্থিতিতে।বুধবার উরস উপলক্ষে বসা মেলা এবং এক রাত্রি ব্যাপী ভলিবল খেলার শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী তথা শিক্ষক কাঞ্চন অধিকারী।এছাড়াও উপস্থিত ছিলেন লোকপুর থানার ওসি সন্তোষ ভকত, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি অসীমা ধীবর,সিআরপিএফ খয়রাশোল শাখার জি/ ১৬৭ ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ডার এল এল মিনা, আইনজীবী সুনীল কুমার সাহা, পঞ্চায়েত সমিতির সদস্য অজিত ধীবর,সমাজসেবি কাঞ্চন দে,পিয়ার মোল্লা প্রমুখ। মেলা সম্পর্কে উদ্যোক্তাদের পক্ষে রাজা মোল্লা, জহির মোল্লারা একান্ত সাক্ষাৎকারে উরস উপলক্ষে মিলাদ মাহফিল থেকে শুরু করে খেলা মেলা ইত্যাদির বিস্তারিত বিবরণ তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *