সাধন মন্ডল,রাইপুর,:- রাইপুর ব্লকের চাতরি পন্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়ের তিন বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাঁওতালি ভাষাভাষী ছাত্রছাত্রীদের মধ্যে প্রথম স্থানাধিকারী দের সম্বর্ধনা জানালেন খাতড়া মহকুমা প্রশাসন ।আজ শুক্রবার বিকেলে পন্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়ের সাংস্কৃতিক মঞ্চে এই সম্বর্ধনা জানানো হয় ।সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাতড়া মহকুমা শাসক মৈত্রী চক্রবর্তী খাতড়া মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রি খাতড়া আদিবাসী মহাবিদ্যালয় এর অধ্যক্ষ নিত্যানন্দ পাত্র মহকুমা স্বাস্থ্য আধিকারিক, বিশিষ্ট আধিকারিক তরুণ কুমার মল্লিক, রায়পুর থানার আইসি বিশ্বজিৎ মন্ডল সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক বৃন্দ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৌশিক চট্টোপাধ্যায় পরিচালন কমিটির সম্পাদক মানসিং মাহাত প্রমূখ। উল্লেখ্য 2015 সালে সাঁওতালি বিভাগে এই বিদ্যালয়ের ছাত্র সাগুন মুর্মু প্রথম স্থান অধিকার করেছিল এরপর 2019 সালে যুগ্মভাবে অনিমা মূর্মু সনকা হেমব্রম ও 2022 সালে সিলি টুডু প্রথম স্থান অধিকার করে বিদ্যালয়ের মান অক্ষুন্ন রেখেছে। আজকে এই কৃতিদের হাতে স্মারক ছাড়াও একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে খাতড়া মহকুমা শাসক মৈত্রী চক্রবর্তী বলেন আগামী দিনে এই বিদ্যালয় তাদের সম্মান বজায় রাখবে ও বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বিভিন্ন ক্ষেত্রে সুনাম অর্জন করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই বিদ্যালয়ের শৃঙ্খলা খুব ভালো লেগেছে। বক্তব্য রাখতে গিয়ে বিদ্যালয় প্রধান শিক্ষক কৌশিক চট্টোপাধ্যায় বলেন 2015 সাল থেকে আমাদের বিদ্যালয় রাজ্যের ইতিহাসে একটি স্থান করে নিয়েছে । এই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকায় স্থান করে নেওয়া র পথপ্রদর্শক 2015 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাঁওতালি ভাষাভাষী ছাত্রছাত্রীদের মধ্যে প্রথম হয়েছিল এই বিদ্যালয়ের ছাত্র সাগুন মুর্মু এবারে 82000 সাঁওতালি ভাষাভাষী ছাত্রছাত্রীর মধ্যে শিলিগুড়ি প্রথম স্থান অধিকার করে রাজ্যের শিক্ষা দপ্তরে আমাদের বিদ্যালয়ের গৌরব ধরে রেখেছে।

Leave a Reply