Spread the love

আবাস যোজনা প্রকল্পে সব পক্ষ কে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের 

পারিজাত মোল্লা

মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবাস যোজনা প্রকল্প নিয়ে মামলার শুনানি চলে। এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফে এই মামলার সমস্ত পক্ষ কে নিজেদের অবস্থান জানাবার নির্দেশ জারি করা হয়েছে। আগামী ১৬ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে। গ্রাম বাংলায় আবাস যোজনার তালিকা   নিয়ে ব্যাপক আলোচনা চলছে ।বেশ কয়েক টি হিংসাত্মক ঘটনাও ঘটেছে। আগামী পঞ্চায়েত ভোটের আগে যাতে এই প্রকল্পে এগারো লক্ষ বাড়ি তৈরি হয়ে যায় সে ব্যাপারে রাজ্য সরকার  নজিরবিহীন তত্‍পরতা নিয়েছে।ঠিক।সেইসময়  আবাস যোজনার প্রকল্পে  স্থগিতাদেশ  চেয়ে কলকাতা হাইকোর্টে  মামলা দায়ের হয়েছে মামলা ।পুরুলিয়া জেলা বিজেপির সভাপতি বিবেক রাঙা এই মামলা দায়ের করেছেন। মঙ্গলবার এই মামলার শুনানি চলে। মামলাকারী বিজেপি নেতার আবেদন , -‘ যেভাবে আবাস যোজনায় অনিয়ম হয়েছে তার তদন্তের জন্য কোন কেন্দ্রীয় এজেন্সিকে ভার দেওয়া হোক’।  এর পাশাপাশি  আপাতত আবাসের কাজে স্থগিতাদেশ চেয়েছেন মামলাকারী।চার বছর আগে তৈরি হওয়া আবাস যোজনার খসড়া তালিকার ভিত্তিতে সমীক্ষা চলছিল গত দুমাস ধরে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ ,-‘  তৃণমূলের পাকা বাড়ির নেতারাও আবাস যোজনার ঘর পেয়েছে। রাজনৈতিক দল দেখে এই তালিকা করা হয়েছিল’।বহু জায়গাতেই পঞ্চায়েত প্রধানকে ঘেরাও এমনকি মারামারির  মতো ঘটনা ঘটছে আবাস যোজনা নিয়ে। মঙ্গলকোট, ভাতার প্রভৃতি এলাকায় পথ অবরোধ পর্যন্ত হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, -‘ এই সময়ে আদালত আবাস যোজনার কাজে স্থগিতাদেশ দিলে তা সরকারের জন্য চাপের বিষয় হবে’। মঙ্গলবার এই মামলার শুনানি চলে। এই মামলায় সব পক্ষ কে নিজেদের অবস্থান জানাবার নির্দেশ জারি করা হয়েছে। আগামী ১৬ জানুয়ারীর মধ্যে তা জানাতে হবে। ওইদিনই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *