জুলফিকার আলি,
হলদিয়ায় আইওসি কারখানার সামনে ধর্না, অবস্থান কর্মসূচি।
হলদিয়া — হলদিয়া তৈল শোধনাগারে মূল গেটের সামনে অবস্থান বিক্ষোভ সামিল হল শাসকদলের নেতৃত্ব। স্থানীয় এলাকার মানুষের কাজের দাবিতে ধর্না অবস্থান বিক্ষোভ। বিক্ষোভ কারীদের অভিযোগ, স্থানীয় বেকারদের যুবকদের কাজে না লাগিয়ে, বাইরে থেকে শ্রমিক নিয়ে কাজ করানো হচ্ছে। সম্প্রতি হলদিয়া আইওসি কারখানায় সার্টডাঊনের কাজ চলছে। অভিযোগ,সেখানে কারখানার কতৃপক্ষ ও কন্ট্রাক্টর যোগসাজিসে এইভাবে কারখানায় বহিরাগতদের নিয়েছে। ফলে স্থানীয় বেকার যুবকদের নিয়ে ধর্না অবস্থান বিক্ষোভে সামিল তৃনমূল নেতৃত্বরা।