Spread the love

দুর্গাপুরকে স্মার্ট সিটি করার উদ্যোগ গ্রহণে আলোচনা সভা ~
অন্তরা সিংহরায়

দুর্গাপুরকে স্মার্ট সিটি করার উদ্যোগ গ্রহণের জন্য এক আলোচনা সভা আয়োজন করলো দুর্গাপুর এডুকেশন এন্ড ওয়েলফেয়ার সোসাইটি। ২৯ নভেম্বর ২০২১, বেলা ২ টো নাগাদ সিটি সেন্টারে অবস্হিত দুর্গাপুর মুসলিম ওয়েলফেয়ার সোসাইটির ভবনে আয়োজিত আলোচনা সভাতে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা তথা অধ্যাপক , কবি , সাহিত্যিক , শিল্পী ,সাংবাদিক সকলে উপস্হিত ছিলেন।
পরিচ্ছন্ন ও সুন্দর করে তুলতে হবে শহরটিকে আরো । নাগরিক চেতনা গড়ে তোলার সাথে সাথে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে হবে । ভবিষ্যতের নানা পরিকল্পনা নেওয়া হলো আলোচনা সভাটিতে । কেন দুর্গাপুর স্মার্ট সিটির অনুমোদন পাচ্ছে না , কোন কোন দিকগুলিতে ক্রটি হচ্ছে এবং কোন কোন পদক্ষেপ গ্রহণ করলে দুর্গাপুর স্মার্ট সিটির অনুমোদন পাবে এ সকল বিষয় নিয়ে সভাগৃহে উপস্হিত সকলে নিজ নিজ মতামত পোষণ করেন।
মাননীয় অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্হিত ছিলেন ডঃ বাসুদেব হাজরা ,ডঃ সন্তোষ বিশ্বাস ,কবি অন্তরা সিংহরায় , অধ্যাপক সামসুজ্জোহা , শিল্পী বিকাশ সরকার , শিপ্রা ব্যানার্জ্জী ,স্নাতকোত্তর পাল প্রমুখ । দুর্গাপুর এডুকেশন এন্ড ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি বাসুদেব মন্ডল বলেন ,“ দুর্গাপুরের নাগরিকদের একত্রিত করে সার্বিক উন্নয়নের পথে ব্রতী আমরা । দুর্গাপুর শহরকে আরো সুন্দর ,পরিচ্ছন্ন ও সব দিক থেকে স্মার্ট করে তুলতে হবে । এটা আমাদের প্রথম পদক্ষেপ।আজকের আলোচনার ওপর ভিত্তি করে ভবিষ্যতে আমরা এগিয়ে চলবো । সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন । সকলে এগিয়ে আসুন । ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *