Spread the love

কিরে তুই আমার সঙ্গে পালাবি ?

কিরে তুই আমার সঙ্গে পালাবি ?
নীল পাহাড়ের কোলে ,
নীল সমুদ্রের তীরে ,
সবুজ দ্বীপে ।

কিরে তুই আমার সঙ্গে পালাবি ?
শাল পলাশের তলে ,
সাঁওতাল পল্লীর মাঝে ,
নির্জন বনে ‌।

কিরে তুই আমার সঙ্গে পালাবি ?
সাত সমুদ্র তেরো নদীর পারে ,
ব‍্যাঙ্গমা ব‍্যাঙ্গমীদের দেশে ,
তেপান্তরের মাঠে ।

কিরে তুই আমার সঙ্গে পালাবি ?
প্রজাতির ডানা মেলে ,
ফুলের বনে বনে ,
ফুলপরীদের দেশে ।

কিরে তুই আমার সঙ্গে পালাবি ?
রামধনুর দেশে ,
নীল আকাশে ভেসে ,
মেঘ পরীদের দেশে ।

বেশ হতো যদি তোর সঙ্গে পালিয়ে যেতে পারতাম !
সুখী নীড়ে তোকে নিয়ে থাকতাম ।
অনেক অনেক দূরে ,
মনের কত সুখে !

সুবল সরদার
মগরাহাট
দক্ষিণ ২৪ পরগনা

তাং ২৪ ১১ ২০২১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *