সেখ সামসুদ্দিন, ২২ মার্চঃ সমবায় অধিকার পূর্ব বর্ধমান -১ রেঞ্জের পরিচালনায় বর্ধমান রেঞ্জ -১ জেলা সমবায় ইউনিয়নের সহযোগিতায় সাহানুই সমবায় উন্নয়ন সমিতি লিমিটেডের আয়োজনে মহিলা সয়ম্ভর গোষ্ঠীর সচেতনতা শিবির করা হয়। আন্তর্জাতিক মহিলা দিবসকে সামনে রেখে আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন সমবায় অধিকার পূর্ব বর্ধমান -১ রেঞ্জ এআরসিএস সত্যজিৎ মন্ডল, সিডিও পূর্ব বর্ধমান রেঞ্জার পার্থ মজুমদার, সিডিও নরম্যাল নজরুল আলম, সিইও-ডিসিইউ সিন্ধু কুমার বিশ্বাস, অধ্যক্ষ বড়শুল ট্রেনিং সেন্টার গোবিন্দ চন্দ্র দাস, ডিসিইআই সন্দীপ সিংহ, সিআই মেমারি ১ অরূপ মন্ডল, সাহানুই সমবায় উন্নয়ন সমিতির ম্যানেজার পার্থ দে সহ সমবায়ের কর্মীবৃন্দ এবং বিভিন্ন সমবায়ের ম্যানেজারবৃন্দ। এদিনের অনুষ্ঠানে সয়ম্ভর গোষ্ঠীর দুই শতাধিক দলনেত্রীকে নিয়ে সভায় গোষ্ঠী কিভাবে করতে হয়, পরিকল্পনা, বাস্তবায়িত করা, ব্যাঙ্ক লোন, উৎপাদিত দ্রব্য মার্কেটজাত করা এবং তা করতে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সমবায় সমিতির ভূমিকা বিষয়ক ধারণা দেওয়া হয়। একইসঙ্গে মহিলা ছাড়াও পুরুষরাও গোষ্ঠী করতে পারে এবং গোষ্ঠীভিত্তিক পরিকল্পনা করে কাজ করতে পারেন বলে জানান।