Spread the love

শুভেন্দু ঘনিষ্ঠ শ্যামল আদক পেলেন আইনী রক্ষাকবচ

 

মোল্লা জসিমউদ্দিন টিপু
মঙ্গলবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থারের এজলাসে উঠেছিল শুভেন্দু ঘনিষ্ঠ শ্যামল আদকের আইনী রক্ষাকবচ বিষয়ক মামলা। এদিন কলকাতা হাইকোর্ট হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদক  কে আগামী মঙ্গলবার পর্যন্ত আইনী রক্ষাকবচ দিয়েছে। এই সময়সীমার মধ্যে পুলিশ কোন কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারবেনা বলে আদেশনামায় উল্লেখ রয়েছে। শুভেন্দু  অধিকারী বিজেপি-তে যোগ দেওয়ার পর,গত ২৫ জানুয়ারি হলদিয়া পুরসভার চেয়ারম্যানের পদ ছেড়েছিলেন শ্যামল আদক। যোগ দিয়েছিলেন বিজেপি-তে।  তাঁর বিরুদ্ধে টেন্ডার দুর্নীতি-সহ একাধিক অভিযোগ তোলে তৃণমূল।সম্প্রতি  অভিযোগ ওঠে, হলদিয়া পুরসভার এই প্রাক্তন চেয়ারম্যান রাজ্য সরকারের অনুমতি ছাড়াই অবসরপ্রাপ্ত চার কর্মীকে ফের নিয়োগ করেছেন। এই নিয়ে নথি চেয়ে পাঠায় রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন দফতর। এর আগেই শ্যামল আদককে পলাতক ঘোষণা করেছিল পুলিশ, সিল করে দেওয়া হয়েছিল দু’টি ফ্ল্যাট। তার পরেই তৈরি হয় গ্রেফতারির সম্ভাবনা।ঠিক এইরকম পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছিলেন শুভেন্দু ঘনিষ্ঠ এই নেতা।মঙ্গলবার কলকাতা হাইকোর্ট এক সপ্তাহের আইনী রক্ষাকবচ দিয়েছে।ওইদিনই রয়েছে এই মামলার পরবর্তী শুনানি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *