বেনামি কবি,
গোপা মল্লিক
কবি আমি নইকো মোটেও
লিখি মনের সুখে
দু-চার কথা মনে আসে যা
চট করে নিই লিখে!
এমফিল বা ডক্টরেট কিছুই নেই করা
তবুও আমি লিখি
কাগজ কলম সঙ্গী করে
জীবন থেকে যা শিখি!
লেখা আমায় কাঁদায় হাসায়
সকল ব্যথা ভোলায়
নতুন করে বাঁচতে শেখায়
নতুন আলো দেখায়!
সবাই যদিও ছেড়ে যাবে
যাবেনা দুই সঙ্গী ছেড়ে
কাগজ কলম আজীবন থাকবে
আমার হাতটি ধরে!
জীবন থেকে যা কুড়িয়েছি
দিয়ে যাবো ওদের
খাতার পাতায় ধরে রাখবে
মরণের ও পরে!
বিশ্বাস ঘাতক নয়কো ওরা
বদলায় না রঙ পলকে
গচ্ছিত সম্পদ খানি দেবে তুলে
আগামীর উত্তরসুরিকে!!