দুর্গাপুর গান্ধী মোড় মেলা ময়দানে শুরু হচ্ছে হোম লোন কার্নিভাল । আবাসন নির্মাণের ক্ষেত্রে লোন প্রাপ্তির সুবিধার কথা তুলে ধরতেই এই কার্নিভাল বলে জানানো হয়। কলকাতা দুর্গাপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের হাউজিং বিল্ডার রা এই কার্নিভালে অংশ নেবেন। নথিপত্র ও লোন পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে আগ্রহী ব্যক্তিদের অবহিত করা হবে। আগামী ২৪ শে ফেব্রুয়ারি ও ২৫ শে ফেব্রুয়ারি এই লোন কার্নিভালচলবে।