Spread the love

সেখ সামসুদ্দিনঃ গতকাল মেমারি ১ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পরিচালনায় গন্তার ফুটবল মাঠে দুই দিবসীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০টি দলের অংশগ্রহণে শুরু হয়েছিল। মেমারি ১ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাহুল দেব ঘোষাল জানান ব্লকের ১৬ টি ও পুরসভার ৪টি টিম মিলিয়ে মোট ২০টি টিম নিয়ে প্রতিযোগিতার শেষে আজ চূড়ান্ত পর্যায়ের ম‍্যাচে অংশ নেয় গোপগন্তার ১ অঞ্চল ও গোপগন্তার ২ অঞ্চলের বালিডাঙা। আজ গোপগন্তার ১ ৫ ওভারে ৪৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ২ ওভার ৩ বলে ৫১ রান করে চ‍্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন টিমকে ৪ ফুটের ট্রফি সহ ৩৫০০ টাকা, জার্সি ও মেডেল দেওয়া হয় এবং রানার্স টিমকে সাড়ে ৩ ফুট ট্রফি ও ২৫০০ টাকা দেওয়া হয়। এছাড়াও সমস্ত টিমের বেষ্ট প্লেয়ার সহ টিমকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। গতকাল প্রতিযোগিতার সূচনা করেন বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য। উপস্থিত ছিলেন জেলা ছাত্র সাধারণ সম্পাদক সুমন বিশ্বাস, ব্লক এসটি সেলের সভাপতি কৃষ্ণ সরেন, দেবীপুর অঞ্চল সভাপতি পার্থ সিদ্ধান্ত, আমাদপুর অঞ্চল সভাপতি বাপ্পা দাস, গন্তার বিবেকানন্দ ক্লাবের সভাপতি কুমুদরঞ্জন সাহা, সদস্য ভবানী চরণ ঘোষ সহ ছাত্র সংগঠনের সদস্যবৃন্দ। এদিন ম্যান অফ দ্য ম্যাচ ও সিরিজ সম্মান অর্জন করে সাগর আলী, সেরা ব্যাটসম্যান সেখ কাইফার, বেষ্ট ফিল্ডার স্নেহাশিষ দত্ত এবং বেষ্ট বোলারের মর্যাদা লাভ করে সমীর পাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *