কুলটিতে পথদুর্ঘটনাতে গুরুত্বর আহত এক মোটরবাইক আরোহী
কাজল মিত্র :-আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির অন্তর্গত চলবলপুর মোড় সংলগ্ন এলাকায় পথদুর্ঘটনায় গুরুতর আহত এক মোটরবাইক আরোহী।খবর সূত্রে জানা যাই যে একটি ময়দা বোঝাই চারচাকা
পিকাপভেন গাড়ি নিয়ামতপুর এর দিকে যাচ্ছিল অপরদিকে নিয়ামতপুর থেকে মোটরবাইকে করে আসছিলো এক মোটরবাইক আরোহী।চলবলপুর মোড় সংলগ্ন জিটি রোডের উপর মোটর বাইক আরোহী ওই ময়দা বোঝাই পিকাপ ভেনটি মুখোমুখী সংঘর্ষে গুরুতর আহত হয় মোটরবাইক আরোহী।ঘটনাস্থলে খবর পাওয়ামাত্র তড়িঘড়ি চৌরাঙ্গিফাঁড়ির পুলিশ পৌঁছে ঐ মোটরবাইক আরোহীকে উদ্ধারকরে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় বলে জানা যাই।প্রত্যক্ষদর্শী জানান যে মোটরবাইক আরোহীর অবস্থা গুরুতর।খবর সূত্রে জানা যায় যে গুরুতর আহত মোটরবাইক আরোহী সত্যেনকুমার শিং আনুমানিক (46)বছর আসানসোলের মেনধমা এলাকার বাসিন্দা ।