Spread the love

আর্থিক নয়ছয়ের মামলায় ধৃত ভাতারের পোস্ট মাস্টার

পারিজাত মোল্লা,

;গ্রাহকদের অভিযোগের ভিক্তিতে গ্রেপ্তার হলেন এক পোস্ট মাস্টার। ঘটনা টি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতারে। আমানতকারীদের জমানো টাকা নয়ছয় করার অভিযোগে  ভাতার এলাকার একটি সাব পোষ্ট অফিসের পোষ্টমাষ্টারকে গ্রেফতার করেছে স্থানীয় থানার পুলিশ । ধৃতের নাম প্রসন্ন কবিরাজ,  ভাতার থানার সগড়া গ্রামের বাসিন্দা ইনি।সেইসাথে  বাসুদা সাব পোষ্ট অফিসের পোষ্টমাষ্টার  ।গত রবিবার রাতে গ্রেফতারের পর  সোমবার ধৃতকে বর্ধমান আদালতে এসিজেম এজলাসে  তোলা হয়। স্থানীয় সুত্রে প্রকাশ , দু বছর আগে  বাসুদা সাব পোষ্ট অফিসের আওতায় কয়েকজন গ্রাহক তাঁদের জমা দেওয়া টাকা আত্মসাতের অভিযোগ তুলেছিলেন প্রসন্ন কবিরাজের বিরুদ্ধে । এ বিষয়ে  সাব পোষ্ট অফিসে তাঁরা বিক্ষোভও দেখিয়েছিলেন ।  ভাতার সাব ডিভিশনাল পোষ্ট অফিসের ইন্সপেক্টরের কাছে গন অভিযোগ দায়ের করে থাকেন  আমানতকারীদের একাংশ  । এরপর শুরু হয়েছিল বিভাগীয় তদন্ত ।এই বিভাগীয়  তদন্তে প্রসন্ন কবিরাজ দোষী প্রমানিত হন। এরপর সম্প্রতি  এনিয়ে ভাতার থানায় ডাকযোগে একটি অভিযোগ দায়ের করেন ভাতার সাব ডিভিশনাল পোষ্ট অফিসের ইন্সপেক্টর । পরে পুলিশের হাতে কিছু তথ্য প্রমান তুলে দেওয়া হয়।অভিযুক্ত পোস্ট মাস্টার প্রসন্নবাবুকে গত  রবিবার রাতে বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ । তবে অভিযুক্ত এর দাবি, অভিযোগ ঠিক নয়। । কিছু টাকার গন্ডগোল হয়েছিল ঠিকই, তবে তিনি সেই টাকা আগেই ডাক বিভাগের কাছে মিটিয়ে দিয়েছিলেন ।এখন দেখার আদালতের বিচার প্রক্রিয়ায় অভিযুক্ত পোস্ট মাস্টারের তরফে সেই দাবির পক্ষে সততা মিলে কিনা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *