Spread the love

আফগান পরিস্থিতি নিয়ে ৪৫ মিনিট বার্তালাপ মোদী – পুতিনের 

ওয়াসিম বারি
চলতি আফগান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে টানা ৪৫ মিনিট কথা বলেছেন। তা নিজেই টুইট করে জানালেন প্রধানমন্ত্রী। টুইটারে তিনি জানিয়েছেন – ‘ আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আমার বন্ধু প্রেসিডেন্ট পুতিনের সাথে বিস্তারিত প্রয়োজনীয় মতামত বিনিময় হয়। কোভিড মোকাবিলায় ভারত রুশ সম্পক সহ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা হয়েছে ‘। ওয়াকিবহাল মহল মনে করছে আফগানিস্তানে তালিবান দখলদারি নিয়ে পাকিস্তান চিনের পাশাপাশি রাশিয়া নরম তালিবানদের প্রতি।কাবুলে ভারতীয় কুটনৈতিক ভবন কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিলেও রাশিয়া এখনও কাজকর্ম চালাচ্ছে কাবুলে।তালিবানদের মৌখিক আশ্বাসে সন্তুষ্ট মস্কোর সাথে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে টানা ৪৫ মিনিট কথা বললেন।কুড়ি বছর আগেকার তালিবান থেকে এখন অনেক পরিণত বর্তমান তালিবান নেতৃত্ব। যা চিন ও রাশিয়ার মত শক্তিধর দেশের সমর্থন আদায়ে বোঝায় বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *