Spread the love

আগমনীর সুরে জেগে ওঠে আমার এ প্রাণ,

নীল আকাশ, সবুজ ঘাসের ঘ্রাণ,
প্রভাতে শিশির ভেজা ফুলের স্নান।
বাতাস,গাছের পাতা,রোদ, বৃষ্টির টান ‌‌।
খুঁজে পাই আমার সেই ছেলে বেলার গান ‌।
আগমনীর সুরে জেগে ওঠে আমার এ প্রাণ ‌।

লাল পদ্ম ,দীঘির কালোজল ।
শিউলি ফুলে মালতির দল ‌‌।
নীল আকাশের বুকে –
কে চড়ে ওই সাদা মেঘের ভেলা ?
কাশবন খুশিতে খায় দোলা ‌।
আগমনীর সুরে আমি কি তাই পথ ভোলা !


সুবল সরদার
মগরাহাট
দক্ষিণ ২৪পরগনা
তাং ২৩ ০৭ ২০২১
ফোন ৯৬০৯০৫৮৫২০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *