অর্গালাইভ ইন্ডিয়া ১৪৫ জন অত্যুৎসাহী সদস্য দের সহযোগিতায় ছাঙ্গু লেকের নিকট 14000ফুট উচ্ছতায় আনুষ্ঠানিক পদার্পণ ও পতাকা উত্তোলন করলো
অরিজিৎ দে,
সম্প্রতি অর্গালাইভ ইন্ডিয়া তাদের ১৪৫ জন অত্যুৎসাহী সদস্য দের সহযোগিতায় সিকিম এর ছাঙ্গু লেকের নিকট 14000ফুট উচ্ছতায় ১৯ এ এপ্রিল ১২.৩৪ মিনিটে তাদের আনুষ্ঠানিক পদার্পণ করে ও পতাকা উত্তোলন করেছে, ভারতে প্রথমবার ইন্ডিয়ান আর্মির সহযোগিতায় এই ঘটনার সাক্ষী হয়েছে কয়েক হাজার দর্শনার্থী,বাংলার সংস্থা অর্গালাইভ এই পদক্ষেপ নজিরবিহীন ও গর্বের প্রতিটি বাঙালির জন্য,সংস্থা র কর্ণধার দীপ চ্যাটার্জি ও কৃষ্ণা চ্যাটার্জি আরো জানান এর পর তাদের লক্ষ্য বাংলার নাম ও তাদের সদস্য দের কে নিয়ে তাদের দ্বিতীয় গন্তব্য বিদেশ এর মাটি যেটা তারা আনুষ্ঠানিক ভাবে অগাস্ট এ সম্পন্ন করতে চলছে।এবং তারা প্রতিজ্ঞাবদ্ধ কর্মসংস্থান তৈরীর জন্য ও বাংলার নাম কে পৃথিবীর বুকে উজ্জ্বল করার জন্য।