অবিনশ্বর,
দীপঙ্কর চক্রবর্ত্তী,
ক্লান্ত রাত পেরিয়ে ঠিক একসময় ডুবে যায় চাঁদ
তুমি তো কখন হারিয়ে যাও না আমার সীমানা থেকে,
লক্ষনের গন্ডিতে আবদ্ধ না থেকে ভেসে চলেছ প্রতিনিয়ত
পৃথিবীর আবর্তে,লেবু পাতার গন্ধ আর ফুলের সহবাসে
আমার শরীরে জন্ম নাও ভালোবাসার।
তাই রাত শেষে ও ভেবে পাই তোমাকে হাতের তালুতে
গভীর চোখের স্বপ্নে।
সুন্দর নিস্পাপ চাঁদ ভরিয়ে দেয় আমাদের অফুরন্ত সময়ের জলছবি
শামুকের প্রহর গোনা শেষ হলে
আমরা জলে নেমে জ্যোৎস্নার রস পান করি
শরীর ভরে ওঠে বিষে,সুন্দর সে অনুভূতি আর আবেগ
আমরা যুগ যুগ ধরে ধারন করি শরীরের অনুতে অনুতে।।