অবাক পৃথিবী,
তাসনীম তরফদার,
স্বপ্নের জগতে ভাসি দিবা- রাত্রি।
চিত্ত আমার স্বপ্ন ঘুরায়, আমি শুধু যাত্রী।
বিশ্বটাকে এক বিশাল ভরা চিত্র লাগে আমার;
যে চিত্রের মাঝে থেকে আমরা সুযোগ পায় এই সৌন্দর্যকে উপভোগ করার।
সূর্যের আলোয় আলোকিত হয় চারিধার,
ছড়িয়ে পরে আলো এই আকাশ, এই সমুদ্রে, এই অরণ্যে
চাঁদ তারার আলো উজ্জ্বলতা দেয় নিশি গগনে।
গগন মাঝে এক ফালি চাঁদ যেন লাগে মিষ্টি হাসি;
তার উপর সৌন্দর্যের বৃদ্ধি ঘটায় তারা রাশি রাশি।
গভীর এ সমুদ্র কত যে সুন্দর
তার উপর পাহাড়ী নদী ছুটে আঁকে বাঁকে, ঝলমল করে নদীর জলে রোদ্দুর;
এ বিশ্ব বড়ই আশ্চর্যের বিষয়; বড়ই সুন্দর;
মহিমার নেইকো শেষ, অবাক হয় আমার অন্তর।