সেখ সামসুদ্দিন , মেমারি,
 পূর্ব বর্ধমান জেলার মেমারি ১নং  ব্লকের বাগিলা অঞ্চলে অঞ্চলের তক্তিপুরে মাসুমবাবার মাজারে চলছে ঔরস মোবারক। বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি, মুম্বাই সহ বিভিন্ন রাজ‍্য ও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য  ভক্তের সমাগম ঘটে। গত রবিবার  মাসুম বাবার মাজারে এই ঔরস উপলক্ষে মাজারে চাদর চড়িয়ে নিজের জন‍্য, পরিবারের জন‍্য, দেশবাসী সহ বিশ্ববাসীর জন‍্য মঙ্গল কামনা করেনস্থানীয় বিধায়ক । প্রার্থনা করেন যাতে মারণ ভাইরাস প্রকোপ থেকে বিশ্ববাসী মুক্তি পায়। তারপর তিনি  চারিদিকে ঘুরে দেখেন। বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন বাগিলা অঞ্চলের কার্যকরী সভাপতি অর্ক ব‍্যানার্জী।

Leave a Reply