মঙ্গলকোটে উৎসর্গ স্বেচ্ছায় রক্তদান শিবির
শেখ রাজু,
পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে উৎসর্গ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় মঙ্গলকোটের কৈচর সেচ ও জলপথ দপ্তর সংলগ্ন ময়দানে । মঙ্গলকোট থানার পুলিশের তত্ত্বাবধানে 100 জন রক্তদাতা রক্তদান করেন । প্রতিকূল আবহাওয়া কে উপেক্ষা করে তোমার রক্ত আমার প্রাণ, উৎসর্গে জীবনের জয়গান এই ভাবধারাকে লক্ষ্য রেখেই আজকের রক্তদান শিবিরে রক্তদাতাদের জনজোয়ার পরিলক্ষিত হয় ।
রক্তদান জীবন দানের সমতুল্য । এই মহতী উদ্যোগে থাকতে পেরে নিজেকে ধন্য বলে জানান, মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী । তিনি বলেন পিন্টু মুখার্জির সমাজসেবামূলক এক নতুন দিগন্ত রক্তদান শিবির । প্রতিনিয়ত মানুষের জীবনের পাশে থেকে সেবা প্রদানের লক্ষ্য নিয়েই পিন্টু মুখার্জি রক্তদান শিবিরের পরিপূর্ণ উদ্যোগ নেন ।
রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী । সঙ্গে ছিলেন মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জি, মঙ্গলকোট সমষ্টি উন্নয়ন আধিকারিক জগদীশচন্দ্র বাড়ুই, কৈচর পুলিশ ফাঁড়ির আইসি লালটু পান্ডে, মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা ঘোষ, মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চন্দন সরকার, মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মুন্সী রেজাউল হক, জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ মেহেবুব চৌধুরী, কৈচর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুফল প্রধান, মাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ বশির উদ্দিন সহ মঙ্গলকোট থানার বিভিন্ন অফিসার, পুলিশকর্মী, সিভিক ভলেন্টিয়ার ও রক্ত দাতাগণ ।