বিধান শিশু উদ্যানে বসন্তোৎসব
মোল্লা জসিমউদ্দিন,
গত শনিবার বিকেল থেকে রাত আটটা পর্যন্ত বিধান শিশু উদ্যানে পালিত হল বসন্ত উৎসব। ‘ও রে গৃহবাসী…..’ গান গাইতে গাইতে ছোটোদের নৃত্য চললো। সঙ্গে ছিল ক্ষুদেদের অভিভাবকরা। এভাবে বিধান শিশু উদ্যান পরিক্রমা করে কালিকাপ্রসাদ মুক্তমঞ্চে সমবেত হলো ক্ষুদেরা। বিধান শিশু উদ্যানে বসন্তোৎসব পালন এবছরই প্রথম। সকলের মধ্যে উৎসাহের অন্ত ছিলনা।বিধান শিশু উদ্যানের বাচ্চারা দারুন অনুষ্ঠান পরিবেশন করল বলে আগত অতিথিরা জানিয়েছেন । সঙ্গে ছিল বাংলা ব্যান্ড দোহারের রাজীব,অমিত, সুদীপ্ত আর ছোট্ট রোহন। এই অনুষ্ঠান টি পরিকল্পনামাফিক ছিল না। তবে স্বতঃস্ফূর্ততায় তা, অন্য মাত্রায় পৌঁছে গিয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছোটো বড় সকলের নাচে গানে মেতে উঠেছিল প্রাঙ্গনে। এ আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না। বিধান শিশু উদ্যান এর সম্পাদক গৌতম তালুকদার বলেন – ” গত দুবছর করোনা আবহে ক্ষুদেরা একপ্রকার গৃহবন্দী ছিল, সেখানে বসন্তোৎসবে তারা যেন আনন্দের প্রাণ খুঁজে পেল”।