Spread the love

রাহুল রায়,কাটোয়াঃ করোনা কারণে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২নং ব্লকের অগ্ৰদ্বীপ গ্ৰাম পঞ্চায়েতের অগ্ৰদ্বীপ গ্ৰামে গোপীনাথের মেলা অনুষ্ঠান হয়নি।‌ করোনা কাটিয়ে সোমবার থেকে শুরু হলো অগ্ৰদ্বীপ গ্ৰামে গোপীনাথের মেলা অনুষ্ঠান ৪৫০ বছরে পুরানো গোপীনাথের মেলা। ভাগীরথী তীরে অগ্ৰদ্বীপ গ্ৰামে গোপীনাথের প্রতিষ্ঠা করেছিলেন শ্রীচৈতন্যদেবের পর্ষদ গোবিন্দ ঘোষ। জনশ্রুতি মহাপ্রভু নীলাচলে যাত্রার সময় আরও একজন শিষ্যের সাথে ছিলেন গোবিন্দ ঘোষ। ভাগীরথী তীরে এসেছিল মহাপ্রভু। জনশ্রুতি স্বপ্নাদেশ পেয়ে গোপীনাথদেবের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন গোবিন্দ ঘোষ। তিনি সংসারী হয়েও অকালে তার স্ত্রী ও শিশুসন্তান মারা যায়। তারপর থেকেই গোপীনাথকে সন্তানরূপে দেখতেন তিনি। গোপীনাথ মন্দিরের পাশেই রয়েছে গোবিন্দ ঘোষের সমাধিস্থল। গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ অনুষ্ঠান ঘিরে অগ্ৰদ্বীপ গ্ৰামে প্রতিবছর মেলা বসে। সোমবার থেকে শুরু হয়েছে মেলা,এই মেলা চলবে তিনদিন ধরে। মেলায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী,মন্ত্রী স্বপন দেবনাথ,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভানেত্রী নিষাদ সামন্ত,কাটোয়া ২নং ব্লকের বিডিও পুষ্পেন্দু সাহা,অগ্ৰদ্বীপ গ্ৰাম পঞ্চায়েতের প্রধান নিতাই সুন্দর মুখার্জী সহ প্রশাসনিক আধিকারিকরা। এবার মেলায় ৫লক্ষ পুণ্যার্থী সমাগম হয়েছে। নাম সংকীর্তন থেকে শুরু করে বাউল গান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *