বর্ধমান সহযোদ্ধার উদ‍্যোগে বর্ধমান রাজ কলেজের এন এসের বিভাগের সহযোগিতায় রবিবার সকাল ১০টা নাগাদ রাজ কলেজের অডিটোরিয়ামে নারী দিবসকে সামনে রেখে অঙ্কন প্রতিযোগিতা ও ৬জন মহিলা যারা সমাজে বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত তাদের সংবর্ধনা দেওয়া হলো।এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ কলেজের প্রিন্সিপাল নিরঞ্জন মন্ডল,বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তরগত ইউআটি কলেজের প্রিন্সিপাল অভিজিৎ মিত্র,বর্ধমান মহিলা থানার আইসি কবিতা দাস,সহ বর্ধমান সহযোদ্ধার সেক্রেটারি প্রীতিলতা বন্দোপাধ্যায় ,এছারাও উপস্থিত ছিলেন সহ যোদ্ধার সকল সদস্য।বর্ধমান সহযোদ্ধার সেক্রেটারি প্রীতিলতা বন্দ্যোপাধ্যায় জানান সমাজে নারিরা পুরুষদের থেকে যেরকম কম নয়,প্রত‍্যেকটা পদক্ষেপে তারা সমানভাবে এগিয়ে চলেছে,তাই এটাই আমাদের বার্তা তারা সমাজে ছেলে মেয়ে বিভেদ না করে তারা এগিয়ে যাবে এবং তারা নিজেদেরকে স্বমহিমায় স্ব-সম্মানে প্রতিষ্ঠিত করবে।

Leave a Reply