প্রমোটিং বিবাদে আহত ৩, কসবায় চাঞ্চল্য
গোপাল দেবনাথ ,
প্রমোটিং বিবাদে উত্তপ্ত হলো কসবা এলাকা।শনিবার রাতে কসবার ত্রিবর্ণ এলাকায় ধারালো অস্ত্রের আক্রমণের পাশাপাশি ৭ টির মতো বোমা ফেলা হয় বলে অভিযোগ। কসবা থানার পুলিশ ঘটনাস্থল থেকে গুরতর আহত অবস্থায় ৩ জন কে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়।প্রমোটিং নিয়ে ওই এলাকায় স্থানীয়গত মতবিরোধ ছিল।শনিবার প্রথমে বচসা তারপর হাতাহাতি এরপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ। সাথে বোমাবাজি চলে। গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য রয়েছে। পুলিশ এই ঘটনায় মামলা দাখিল করেছে।