রাহুল রায়,পূর্বস্থলীঃ শনিবার থেকে দুইদিন ব্যাপি শুরু হলো পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর সমুদ্রগড় পঞ্চায়েতের বড় কেবলা বাঁশদাহ বিলের পাড়ে খালবিল চুনোপুঁটি পিঠে পুলি ও প্রাণী পালন উৎসব। মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে খালবিল চুনোপুঁটি পিঠে পুলি ও প্রাণী পালন উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এবার উৎসব ২১ বছরে পড়লো। প্রদীপ জ্বালিয়ে খালবিল চুনোপুঁটি উৎসবের উদ্বোধন করলেন অভিনেত্রী তথা বিধায়িকা জুন মালিয়া। উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ,পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা,কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী,জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু,জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন সহ একাধিক বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকরা। মন্ত্রী জানান,একসময় এই জলাশয় দুরাবস্থা হয়ে পড়ে ছিল এবং চুনো মাছ বিলুপ্তের দিকে যাচ্ছিলো সেই সব কথা মাথায় রেখে ভাগীরথী নদীর সঙ্গে সংযুক্ত এই পাঁচ কিলোমিটার জলাশয় এখন পূর্ণাঙ্গ আকার পেয়েছে। এই মুহুর্তে পূর্বস্থলী বাঁশদাহ বড় কোবলা বিদ্যানগর এখন পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে।
আগামীদিনে ইকো টুরিরিজম গড়ার চিন্তাভাবনা চলছে। আজকের মেলায় এলাকার মানুষেরা পিকনিকে মাতলেন।

Leave a Reply