পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার এস কামনাশিশ সেন আইপিএসের ঐকান্তিক প্রচেষ্টায় এবং পূর্ব বর্ধমান জেলা পুলিশের মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারি বনানী রায়ের এর সহযোগিতায় এবং বর্ধমান মহিলা থানা ও বর্ধমান সহযোদ্ধার উদ্যোগে ঝিঙ্গুটি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শনিবার থেকে শুরু হলো হল নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র।
এই প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষিকা হিসেবে ছাত্র-ছাত্রীদের শিক্ষা দিচ্ছেন বর্ধমান মহিলা থানার এএসআই কৃষ্ণা সাহা ।
শনিবার এই নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত ছিলেন বর্ধমান মহিলা থানা ভারপ্রাপ্ত আধিকারিক বনানী রায়, বর্ধমান সহযোদ্ধার সম্পাদক প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়, সহ-সভাপতি ফাল্গুনী দাস রজোক, বেলকাশ গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহানারা খাতুন, শিক্ষার্থী এবং তাদের অভিভাবক এবং অভিভাবিকারা।
এই বিষয়ে তৃষা সোম, জয়িতা রাউত, রাজশ্রী রাউত, মানামিকা চন্দ্র, গৌরি সোম সহ অভিভাবিকা রা তাদের বক্তব্যে জানান,
গ্রামে এইরকম নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র একটিও ছিলনা, এইরকম প্রশিক্ষণ কেন্দ্র পেয়ে তারা খুবই উপকৃত কারণ আগামী দিনে তাদের শিশুরা শিক্ষা গ্রহণ করে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এবং সেইসঙ্গে বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জেলা তথা রাজ্যের মুখ উজ্জ্বল করবে।
এবং তারা এটাও জানান এই প্রশিক্ষণ কেন্দ্র সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে।