পাথেয় সাহিত্য পত্রিকা র উদ্যোগে “আ- মরি মাতৃভাষা”শীর্ষক ভাষা দিবস উদযাপন অনুষ্ঠান
একুশে ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় গোপালপুর অগ্ৰগামী সংঘের প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। শিশু শিল্পী লহরী গুহর সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হয়। কথায় য- কবিতা য় -গানে ভাষা সৈনিক ও ভাষা শহীদদের স্মরণে নিবেদিত এই মনোঞ্জ অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের নজর কাড়ে বৈকি। অনুষ্ঠানে র নান্দীমুখে বিশিষ্ট চিত্রকর তথা পত্রিকার সভাপতি লক্ষ্মীকান্ত দাস আলোচনা র সুরটি বেঁধে দেন এবং স্বরচিত কবিতা পাঠ করেন।যুগ্ম সম্পাদক মাননীয় অনিল মন্ডল স্বাগত ভাষণে জানান এই মহতী ভিন্ন স্বাদের অনুষ্ঠান প্রমাণ করে বাঙালি র আবেগ আজও অমলিন। রফিক-সালাম-বরকত -জব্বারদের প্রতি কবিতা র কোলাজের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশিষ্ট বাচিক শিল্পী রীণা নস্কর ওতনুশ্রী সরকার মহাশয়া। সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী সঞ্জয় দাস, পেশায় শিক্ষিকা ও নেশায় গায়িক সায়ন্তী সাহা। শিক্ষানুরাগী প্রদীপ মন্ডল বলেন,”বিদ্যাসাগর মহাশয় মেট্রোপলিটন স্কুল প্রতিষ্ঠা করে প্রমাণ করে দিয়েছেন বাঙালি ইংরেজী শিক্ষার বিরোধী নয়। দ্বিভাষিক ভাবে ই শিশু কে সাবলীল ভাবে শিক্ষা দান করা যায়।” মহেশতলা বইমেলা র সম্পাদক ও চিকিৎসক রবীন মন্ডলের কথায়,এই প্রজন্মের ছেলেমেয়েরা চিঠি লিখছে না, বাংলা গান মন দিয়ে শুনছে না,সুরের সৃষ্টির মননশীলতা র আকর মাতৃভাষাতেই সম্ভব। চেয়ারপারসন অধ্যাপক ডক্টর মুকুল মন্ডলের কথায় “মহেশতলা বাসীর দিকদর্শন ধীরে ধীরে উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে।ভাষা নিয়ে এই অনুষ্ঠানে র আয়োজন অত্যন্ত গর্বের।””স্মৃতি র সরণি বেয়ে ভাষা আন্দোলনের অতীত দিকের আলোকপাত করেন বিশিষ্ট গীতিকার ধ্রূবজ্যোতি মন্ডল। অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করে দুই শিশু শিল্পী অদ্রিজা চক্রবর্তী, সোহিনী মন্ডল।এই সুন্দর সন্ধ্যায় উপস্থিত ছিলেন তাপস নস্পর,শিশু সাহিত্যিক ও প্রধান উপদেষ্টা মাননীয় বিমল চন্দ্র নস্কর , পঞ্চানন মন্ডল (সভাপতি),শীতল মন্ডল(সম্পাদক ), চিত্রকর রূপাতন নস্পর, চিত্রকর মনোজ হালদার, শিক্ষানুরাগী সনৎ মন্ডল ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। সমগ্র অনুষ্ঠানে সুচারুভাবে সঞ্চালনা করেন পত্রিকার যুগ্মসম্পাদক গিরি ধারী চক্রবর্তী।