পরিচালক অমিতাভ চ্যাটার্জির ছবি আদিম (primitive) 46th Moscow International Film Festival এ BRICS Competition section এ
পাঁচটি বিভাগে মনোনীত হয়েছে।
এই ছবিটির সাফল্য সত্যি বাংলা চলচ্চিত্র জগতে আবার একটি নতুন দরজা খুলে দিতে সাহায্য করবে, এতে কোনো সন্দেহ নেই।
রোল ক্যামেরা অ্যাকশন ও সহজাত এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘আদিম’ একমাত্র ভারতীয় ছবি হিসেবে মনোনীত হয়েছে এবারের মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ অভিনেত্রী, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ ছবি এবং স্পেশ্যাল জুরি award এর জন্য মনোনীত হয়েছে ‘আদিম’। এর আগে অমিতাভ চ্যাটার্জির প্রথম ছবি ‘আমি ও মনোহর’ কেরালা চলচিত্র উৎসবে পুরস্কার পেয়েছিল । আদিম এ অভিনয় করেছেন যুধাজিত সরকার, তথাগত চৌধুরী, অমৃতা মুখোপাধ্যায় এবং শ্রেয়া ভট্টাচার্য. 19th থেকে 26th এপ্রিল অবধি চলা মস্কো উৎসবে 21 এপ্রিল ছবিটির world premier… মস্কো উৎসব দিয়ে শুরু হলো এই ছবির যাত্রা। বাংলা তথা ভারতীয় ছবির ক্ষেত্রে আদিম ছবিটির সাফল্য নিঃসন্দেহে উল্লেখযোগ্য হয়ে থাকবে।