গত ১৩ই এপ্রিল “poyla rock” অনুষ্ঠানে তাণ্ডবের নতুন গান”ফিরতি পথিকের”প্রিমিয়ার লাইভ পরিবেশন করলো তান্ডব ।গানটি সম্ভবত সব মিউজিক প্লাটফর্মে রিলিজ হতে চলেছে এপ্রিলের শেষে অথবা মে মাসের প্রথম দিকে। অনুষ্ঠানটি আয়োজক ছিলেন জেননেক্সট গ্রুপ,ট্যালেন্টওয়ালা এবং মানি স্কোয়ার।এই অনুষ্ঠানের মধ্যে মূল আকর্ষণ ছিলো বাংলাদেশের অন্যতম ব্যান্ড “মেঘদল”।

Leave a Reply