দিলীপ ঘোষের অশ্লীল মন্তব্যের প্রতিবাদে তার কুশপুত্তলিকা দাহ হলো জঙ্গলমহল জুড়ে

সাধন মন্ডল,

জঙ্গলমহলে আগুনের আঁচ। আদিবাসী কুড়মি সমাজের প্রতি বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব দিলীপ ঘোষ যে কুরুচিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ তার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ ও দিলীপ ঘোষের কুশ পুত্তলিকা পোড়াচ্ছেন পিছিয়ে নেই জঙ্গলমহলও ।আজ জঙ্গলমহলের রানীবাঁধ, রাইপুর, সারেঙ্গা ,সিমলাপাল সহ বিভিন্ন জায়গায় আদিবাসী কুড়মি সমাজের লোকজন বিভিন্ন জায়গার মোড়ে মোড়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং দিলীপ ঘোষের কুশ পুত্তলিকা দাহ করেন। সন্ধ্যায় রাইপুর সবুজ বাজার চৌমাথা মোড়ে বিক্ষোভ প্রদর্শনে অংশ নেয় আদিবাসীকুড়মি সমাজের লোকজন তারা জাতীয় অর্থশস্ত্র সহ তারা মিছিল করে জমায়ে ত হন। এ ব্যাপারে আদিবাসী কুড়মি সমাজের নেতৃত্ব পরিমল মাহাতো বলেন আমরা আজ শুধু বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানালাম দিলীপ ঘোষ অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা না চাইলেআগামী দিনে আমরা তার বাড়ি ঘেরাও করবো এবং এটা যদি তার দলের বক্তব্য হয় তাহলে আমরা তৃণমূলের মত বিজেপিকেও বয়কট করব। আগামী ১৭ তারিখ তার বাড়ি অভিযান করবে আদিবাসী কুড়মি সমাজের লক্ষাধিক মানুষ।

Leave a Reply