চুরি যাওয়া সোনার গহনা উদ্ধার সহ গ্রেপ্তার ২ দুষ্কৃতী, দুবরাজপুরে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- প্রায় ৭ মাস আগে একটি চুরির ঘটনার কিনারা করল বীরভূমের দুবরাজপুর থানার পুলিশ।চুরি যাওয়া সোনার ও রুপার গহনা,একটি মোবাইল এবং দশহাজার টাকা উদ্ধার করা হয় সেই সাথে গ্রেপ্তার করা হয়েছে দুজন দুষ্কৃতীকে। বিবরণে প্রকাশ, স্থানীয় থানার বালিজুড়ি পঞ্চায়েতের অন্তর্গত মঙ্গলপুর গ্রামের বাসিন্দা তথা পুলিশ কর্মী বিশ্বনাথ বিশ্বাসের বাড়িতে লোকজন না থাকায় সুযোগে চলতি বছরের ১৩ এপ্রিল বাড়ির তালা ভেঙে সোনার ও রুপোর গহনা, একটি মোবাইল ও কিছু টাকা চুরি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা।বাড়ি মালিক বিশ্বনাথ বিশ্বাস বাড়িতে চুরির ঘটনায় দুবরাজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করেন। শেষপর্যন্ত শনিবার ভোরে রাহুল কাজী ও সেখ রকিবুল নামে দুই দুষ্কৃতীকে দুবরাজপুরের মানসায়ের গ্রাউণ্ড থেকে গ্রেপ্তার করে পুলিশ। এদিনই তাঁদেরকে দুবরাজপুর আদালতে তোলা হয় এবং তদন্তের স্বার্থে দুবরাজপুর থানার পুলিশের পক্ষ থেকে ৭ দিনের পুলিশি হেফাজত চাওয়া হয়। বিচারক ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। হেফাজতে থাকাকালীন জিজ্ঞাসাবাদ করে তাঁদের বাড়ি ইসলামপুরের বনকাটিপাড়া থেকে সোনার ও রুপোর গহনা, একটি মোবাইল ও ১০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, বিশ্বনাথ বিশ্বাস দুবরাজপুর সিআই অফিসে পুলিশের হোম গার্ড পদে কর্মরত।