চাওয়া-পাওয়া,
দীপশিখা পাত্র খাঁ
আমার ঘাস হতে ইচ্ছে করে
ভোরের শিশির
আমার কপালে এঁকে দেবে তার চুমু।
আমার ইচ্ছে করে বুনো কলমির ফুল হই ,
ওই যে দস্যি মেয়েটা রোজ পুকুরের জলে
পা ডুবিয়ে বসে ঘাসের ডগা চিবোয় ,
আনমনে যদি আমাকে তুলে ও
সাজিয়ে নেয় এলো চুলে।
আমার খুব বকুল হতে ইচ্ছে করে,
কারণ বকুল তোমার ভারি পছন্দ।
আবার ইচ্ছে করে দখিনা বাতাস হয়ে
হিল্লোল তুলি মধুপের হৃদয় জুড়ে।
যদি রাত জাগা তারা হই !
আমার মাঝে খুঁজো প্রিয় , তোমার প্রিয়ার মুখ।
কখনো কখনো মনে হয় হৃদয়ের লাব ডুব
শব্দের ছন্দে তাল মিলিয়ে চলি তোমার
সাথে সাথে।
জীবন জুড়ে শুধু শতেক চাওয়া ,
পাওনাও কম নেই।
কিংবা রয়েছে না পাওয়ার হাহাকার।
আসলে চাওয়ার পরিমানটাই যে অভ্রভেদী।
এই কি পেলাম আর কি পেলাম না ,
ভাবনার দোলাচল
মনের যত অসুখ।
নিজের ভাবনায় বিভোর,
বুঝলাম না তোমার চাওয়া কি ?
তাই হয়তো এতো কিছু চাওয়ার মাঝে
আমার আর তোমার ভালোবাসা
হয়ে ওঠা হলো না।
আমার আর একটা চাওয়া হয়ে রয়ে গেলে তুমি।