গোপাল চন্দ্র নস্করের ছবিতে বাদ্যযন্ত্রের রূপ অনবদ্য
দীপঙ্কর সমাদ্দার:
ভারতবর্ষের ক্লাসিক্যাল মিউজিকের বিভিন্ন ‘ইন্সট্রুমেন্টের ক্রিয়েটিভ রূপ’ এই বিষয় নিয়ে প্রখ্যাত চিত্রশিল্পী গোপালচন্দ্র নস্কর এর গত ৬ই মে থেকে মুম্বাইয়ের জাহাঙ্গীর আর্ট গ্যালারিতে শুরু হয়েছে এটারনাল টিউন নামক একক চিত্র প্রদর্শনী। এই প্রদর্শনীটির উদ্বোধন করেছেন প্রধান অতিথি মহেশ ভাই গান্ধী ,প্রেসিডেন্ট অফ গুরুকুল ইনস্টিটিউট, মুম্বাই ও শেষ অতিথি ধর্মেশ কে উপাধ্যায় প্রেসিডেন্ট অফ নীলকান্ত গ্রুপ। ও সম্মানীয় অতিথিগণের মধ্যে ছিলেন প্রখ্যাত স্কাল্পটর রতন কৃষ্ণ সাহা, চিত্রশিল্পী রমেশ পচপান্দা ও সতীনাথ দাস প্রমুখ ও ব্যক্তিত্বরা। গোপাল বাবুর প্রতিটি ছবি সম্পূর্ণ ভারতীয় বাদ্যযন্ত্রের সংগীত ঘরানায় তৈরি। ছবিতে যেন বেজে উঠছে অলীক বাদ্যযন্ত্রের সুর। বিভিন্ন রঙের বর্ণ ছটায় এবং আলো-ছায়ার সঠিক গুণে প্রত্যেকটি ছবি মুগ্ধ হতে হয়।প্রদর্শনীতে ২৪টি ক্যানভাস পেন্টিং আছে ও ৫০ টির বেশি ড্রয়িং আছে । রং ও রূপের সাথে প্রকৃতির নারী পুরুষ, পশু পাখি, সুর, প্রেম , ত্যাগ ও ধ্যান সব মিলেমিশে এক স্বর্গীয় বাতাবরণ তৈরি করেছে। ড্রয়িং ও হালকা রঙের উপর বেস করে ছবিগুলো নিয়ে দেখা গেল ড্রইং এর সাবলীলতা অনেক শক্তিশালী এবং ছন্দময়।। রংয়ের বুনট বাঁধন, আলো-ছায়ার সঠিক রূপায়ণে প্রত্যেকটা ছবি নজর কেড়েছে। সমস্ত ছবিগুলো দেখার পর হলফ করে বলা যায় চিত্রশিল্পী গোপাল চন্দ্র নস্কর একটা নতুন আঙ্গিকে ছবি আঁকছেন যা ইতিহাস মনে রাখবে।