কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলের মিছিল ও পথসভা, রাজনগরে

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন অনৈতিক কার্যকলাপের এবং দুর্নীতির অভিযোগ তুলে রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুক্রবার একটি মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। রাজনগর ব্লক তৃণমূল কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে স্থানীয় রাজনগর বাজার, বাসস্ট্যান্ড সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে। মিছিল শেষে রাজনগর চৌরাস্তা মোড়ে একটি পথসভা আয়োজিত হয়।এদিন মিছিল ও পথ সভায় উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী, রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু, ব্লক সহ-সভাপতি রানা প্রতাপ রায়, ব্লক চেয়ারম্যান সৌমিত্র সিংহ সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *