আনারুলের মোবাইল বাজেয়াপ্ত চেপে যাওয়ার ঘটনায় সিবিআই কে ভৎসনা আদালতের,
মোল্লা শফিকুল ইসলাম ,
বুধবার বীরভূমের রামপুরহাট মহকুমা আদালতে বগটুই কান্ডে সিবিআই লিখিত জবাব দিলো। ধৃত তৃণমূল নেতা আনারুল হোসেনের মোবাইল বাজেয়াপ্তের কথা এক মাস পর আদালত কে জানিয়েছে তারা। গত মাসে ধৃত আনারুলের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা আদালতে অভিযোগ করেছিলেন, – ‘ ধৃত তৃণমূল নেতার মোবাইল বাজেয়াপ্ত করেও আদালতকে সে বিষয়ে জানায়নি সিবিআই।এমনকি, ‘সিজার মেমো’ও জমা দেয়নি সিবিআই । এদিন এই নইয়ে ফের শুনানি চলে । সেই সাথে সিবিআইকেও ভর্ত্সনা করে থাকে আদালত ।সম্প্রতি ধৃত আনারুলের সামাজিক কাজকর্ম নিয়ে সিবিআইকে তদন্ত রিপোর্ট তৈরি করার নির্দেশ দিয়েছিল রামপুরহাট আদালত। তবে তা না করে তারা নিজেদের মতো একটা মতামত জানানোর চেষ্টা করেছে বলেই অভিযোগ উঠেছে সিবিআইয়ের বিরুদ্ধে। এই মামলার পরবর্তী শুনানির দিন ১৮ মে রয়েছে বলে জানা গেছে।