Spread the love

TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘কেষ্ট ব্রিগেড’ ৯ এপ্রিল, রবিরার। রাত ১০টা

কলকাতা, ৯ এপ্রিল: দক্ষ বাহিনী ছাড়া সব সেনাপতি অচল। বীরভূম এবং তার আশপাশের এলাকায় কেষ্ট-রাজের নেপথ্যেও ছিল তাঁর তেলজল খাওয়ানো ব্রিগেড। দাপটের ডালপালা ছড়িয়ে দিয়েছিল অনুব্রত মণ্ডলের অনুগত বাহিনী। ‘ভয়ঙ্কর খেলা খেলে দিয়ে যাব, সব জ্বালিয়ে-পুড়িয়ে দেব,’ এমন সব ফাটাফাটি ডায়লগের চমক শুধু নয়, সেনাপতির অবৈধ কাজকারবারের ‘স্টিল-ফ্রেম’ও তারা। এরা কারা? একের পর এক নাম…। সায়গল হুসেন, কেরিম খান, এনামুল হক, মলয় পিট, আব্দুল লতিফ, বিভাস অধিকারী, রাজীব ভট্টাচার্য, টুলু মণ্ডল, রাজা ঘোষ, বিদ্যুৎ গায়েন। এই সব চরিত্র নিয়ে গভীর চর্চা করলেই নানা কানাঘুষো– গরু, বালি, কয়লা পাচার…। সরকারি খাসজমি কিংবা আদিবাসীদের জমিতে তৈরি হয়েছে হোটেল, রেস্তোরাঁ থেকে মেডিক্যাল কলেজ-সহ আরও কত কী? কেষ্টবাবু বা তাঁর পরিবারের ধনকুবের হয়ে ওঠা তো আমরা সবাই জানি, কিন্তু তাঁর অনুগত সৈনিকরা? তারাও কিন্তু কম ফুলেফেঁপে ওঠেনি। এখানেই কেষ্ট যেন দশানন! শক্তিগড়ে কয়লা মাফিয়া রাজু ঝা খুনে এখন গরু কারবারি আব্দুল লতিফ আলোচনার কেন্দ্রবিন্দু। সিবিআই খাতায় ফেরার লতিফ তো বহাল তবিয়তেই ঘুরে বেড়াচ্ছিলেন। কীভাবে কেষ্টর ক্ষমতা-প্রভাবকে সচল রাখতে ব্যবহার করত এই লতিফ-এনামুলরা? সে সব কাহিনি নিয়েই এবার TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘কেষ্ট ব্রিগেড’, ৯ এপ্রিল, রবিরার, রাত ১০টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *