ভোটে গন্ডগোল রুখতে ‘সক্রিয়’ মঙ্গলকোট পুলিশ
মোল্লা জসিমউদ্দিন ,
আজ অর্থাৎ সোমবার (১৩ মে) রাজ্যে চতুর্থ দফার লোকসভা নির্বাচন হচ্ছে । এই দফায় বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর ও আসানসোল কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে ।বোলপুর লোকসভার অধীনে পড়ছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম – আউশগ্রাম – মঙ্গলকোট বিধানসভা এলাকাগুলি। অশান্তি রুখতে ইতিমধ্যেই মাস খানেক আগে থেকেই জেলা পুলিশ নাকা চেকিং শুরু করেছে। এর পাশাপাশি ওয়ারেন্ট ইস্যু হওয়া সিংহভাগ দাগি আসামিদের পাকরাও করেছে পুলিশ। সেইসাথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে নির্বাচনী বুথ সহ বিভিন্ন এলাকাগুলিতে টহলদারি চালিয়েছে পুলিশ। রবিবার মঙ্গলকোট পুলিশের শেষ বেলার প্রাক প্রস্তুতি দেখা গেল নুতনহাট এ.কে.এম হাইস্কুলে । মঙ্গলকোট থানার আইসি পদে পুলিশ অফিসার মধুসূদন ঘোষ সম্প্রতি হুগলি জেলা থেকে এসেছেন। অপরাধ দমনের পাশাপাশি স্থানীয়দের প্রতি জনসংযোগে নিজেকে অন্য মাত্রায় নিয়ে গেছেন তিনি।ভোটের দিন যাতে কোনরকম অশান্তি না হয়, সেজন্য তিনি প্রতিটি সড়কপথে কড়া নজরদারি রাখছেন বলে জানা গেছে। গত একুশে বিধানসভার নির্বাচনের সময় অজয় নদের সীমান্তবর্তী বীরভূমের বেশ কয়েকটি জায়গায় গন্ডগোল ঘটেছিল।এবার তার যাতে পুনরাবৃত্তি না হয়, সেই ব্যাপারে অত্যন্ত তৎপর মঙ্গলকোট থানার পুলিশ। সম্প্রতি পতাকা টাঙানো কে কেন্দ্র করে অশান্তির ঘটনা ঘটেছিল মঙ্গলকোটের নপাড়া এলাকায়।ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যেই সিংহভাগ অভিযুক্তদের পাকরাও করেছিল মঙ্গলকোট থানার পুলিশ।