সেখ মিলন (ভাতাড়, পূর্ব বর্ধমান) শুক্রবার থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রথম দিন বাংলা পরীক্ষা সুষ্ঠুভাবেই সম্পন্ন হলো। পূর্ব বর্ধমানের ভাতাড় ব্লকের মোট পরীক্ষা কেন্দ্র ৬ টি। মোট পরীক্ষার্থী ২২৬৫ জন। ছাত্র সংখ্যা ৯৪৭ এবং ছাত্রীর সংখ্যা ১৩১৮ জন। শুক্রবার মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে পরীক্ষার্থীদের সাহায্যার্থে এগিয়ে আসেন বিভিন্ন ক্লাব সংগঠন থেকে শুরু করে ছাত্র সংগঠন। শুক্রবার ভাতাড় মাধব পাবলিক হাইস্কুলের পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য বিশ্রামাগারের ব্যবস্থা গ্রহণ করেন ভাতাড় একাদশ এন্ড অ্যাথলেটিক্স ক্লাবের সদস্যরা। অভিভাবকদের জন্য চা, বিস্কুট, জলের ব্যবস্থা করেন। পরীক্ষার্থীদের যেকোনো সাহায্যার্থে ক্লাবের সদস্যরা স্কুলের গেটের সামনে বিশেষ শিবিরের মাধ্যমে উপস্থিত থাকেন। অন্যদিকে ভাতাড় ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে ভাতাড় মাধব পাবলিক হাই স্কুলের পরীক্ষার্থীদের পানীয় জল পেন ও কেক বিতরণের মধ্য দিয়ে পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে এগিয়ে আসেন। এরুয়ার অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এরুয়ার হাইস্কুলের পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি ভাতাড় থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের গোলাপ ফুল দিয়ে তাদের মনবল বৃদ্ধি করা হয়। ভাতাড়ের বিধায়ক মানগোবিন্দ অধিকারী সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভ কামনা করেন।