প্রত্যুষ চক্রবর্তী,

পঞ্চায়েত ভোটের আগে জোরদার প্রচারে নামলো তৃণমূল কংগ্রেস।আউশগ্রামের অমরপুর অঞ্চলের অমরপুর হাট তলায় সভা করে তৃণমূল কংগ্রেস।পাশাপাশি ভালকি ও দেবসালা অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে সোমবার ভোটপ্রচার করল তৃণমূল কংগ্রেস। এদিন রাজ্যসরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলি তুলে ধরে মডেলের মাধ্যমে প্রচার করেন তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীরা। গ্রামপঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলাপরিষদের প্রার্থীরা একযোগে প্রচার সারেন। ছিলেন আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থাণ্ডার,জেলানেত্রী মল্লিকা চোংদার,বর্ধমান জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার ও ব্লক নেতা আব্দুল লালন সহ অঞ্চল স্তরের নেতৃত্বরা।এদিন বিধায়ক বলেন,আমাদের নেত্রী এলাকায় অনেক উন্নয়ন হয়েছে।এলাকার মানুষ আমাদের নেত্রীর উন্নয়ন দেখে ভোট দেবেন।এখানে আমরা জিতবো সেটা মানুষের স্বতস্ফূর্ততা দেখেই বুঝতে পারছি।জেতাটা এখন সময়ের অপেক্ষা।ব্লক তৃণমূল নেতা আব্দুল লালন বলেন,আমাদের এখানে সভা করতে সায়নী ঘোষের কথা ছিল কিন্তু তার মায়ের শরীর খারাপ হওয়ায় উনি আসতে পারেননি।আজকে আমাদের ব্লক জুড়ে মানুষের জন জোয়ার বলে দিচ্ছে আমরা কত ভোটে জিতবো।আমাদের ব্লকে কোন অঞ্চল কত লিড দেবে সেই নিয়ে লড়াই।কে প্রথম হবে সেই নিয়ে ভাবছি আমরা।আর আজকে আমরা নির্বাচনী প্রচার না আজকে বিজয় উৎসব পালন করলাম আমাদের প্রাথীদের নিয়ে।এদিনের এই মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

Leave a Reply