ভারত সেবাশ্রম সঙ্ঘে বাসন্তী পূজা
পারিজাত মোল্লা,
ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র দক্ষিণ ২৪ পরগনা জেলার মন্মথপুর প্রণব মন্দিরে আধ্যাত্মিক পরিশুদ্ধতায় বাসন্তী পুজো অনুষ্ঠীত হল।
এই পূজায় যুগাবতার শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের ১২৮তম আবির্ভাব বর্ষকে শ্রদ্ধা নিবেদনে ১২৮টি ধূণাচি নিয়ে ঘটোত্তলন হয়। মহাষ্টমী তিথিতে শতাধিক মায়েদের অঞ্জলী সহ ১২৮টি ঘট নিয়ে সাত্বিকভাবে পূজা করেন মহিলা পুরোহিত। এছাড়া ১২৮টি দ্বীপ ও ধুপ জ্বালিয়ে ১০৮টি পদ্ম সহযোগে সন্ধিপূজা হয় ৷ মহানবমীতে মহাসমারোহে পূজা সমাপ্তির পরে গোধুলী বেলায় ত্রেতাযুগের ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব উপলক্ষ্যে এযুগের যুগাবতার স্বামী প্রণবানন্দজীর ১২৮তম আবির্ভাব উপলক্ষ্যে শ্রীরামের পূজা করেন ১২৮ জন কুমারী মা। এই আধ্যাত্মিক ভাবনার সারা রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামের শতশত ভক্ত মন্ডলী৷ সমগ্র অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন বিশেষভাবে সহযোগিতা করেন৷