আদিবাসীদের মাঘ পরব মঙ্গলকোটে 

সেখ রাজু , মঙ্গলকোট,

শুক্রবার মঙ্গলকোটের উজিরপুর পন্ডিত রঘুনাথ মুর্মু স্মৃতি সংঘের উদ্যোগে এবং শংকর মুর্মু ও মীনাক্ষী মুর্মুর পরিপূর্ণ সহায়তায় আদিবাসী সম্প্রদায়ের মাঘ পরব অনুষ্ঠিত হয় মঙ্গলকোটের চানক অঞ্চলের উজিরপুর গ্রামে । মাঘ পরবকে ঘিরে প্রতিবছরই বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় । আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন মোড়লদের এদিন সংবর্ধনা প্রদান করে উপস্থিত নেতৃত্বরা । ভারতবর্ষে মাহালী, পাহাড়িয়া, বেদে, লোধা, লোহার, মুন্ডা, বৃহৎ জনগোষ্ঠীর সাঁওতাল প্রভৃতি সম্প্রদায়ের ইতিহাস ওতো প্রতো ভাবে জড়িত । পিছিয়ে পরা আদিবাসী সম্প্রদায়ের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার । আদিবাসীদের সম্ভ্রান্ত ও ঐতিহ্যকে টিকিয়ে রাখতে বিভিন্ন পরবের মধ্যে মাঘ পরব এক অন্যতম নিদর্শন রাখে । এ বছরে এলাকার দুঃস্থ ও গরিবদের হাতে বস্ত্র তুলে দেন অনুষ্ঠানের আয়োজক শংকর মুর্মু । মঙ্গলকোটের ৩০টি দল নিয়ে আদিবাসী নৃত্যের প্রতিযোগিতার আয়োজন করা হয় । আদিবাসী গান, কবিতা ও নৃত্যে মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শতাধিক মহিলা পাশাপাশি ধামসা মাদলের নৃত্যে পুরুষদের সংযোজন এক অসাম্য নিদর্শন রাখে ।উজিরপুর পন্ডিত রঘুনাথ মুর্মু স্মৃতি সংঘের সম্পাদক বুদন টুডু জানান -”  প্রতি বছরই শংকরদার পরিপূর্ণ সহযোগিতায় আমরা এই অনুষ্ঠান করে থাকি । এবছরে তার কোন ব্যতিক্রম নেই । পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের মানুষদের একই ছাতার তলায় নিয়ে আনতে পেরে আমরা ধন্য” ।

Leave a Reply